নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ থেকে ফিরে আসা এক যুবক (২৫) নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫-এ।
রোববার (১৯ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্ত যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরে বাড়িতে অবস্থান করছিলেন। পরে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠানো হয়। রাতে নমুনার রিপোর্ট পজেটিভ আসে।
জেলায় এ পর্যন্ত পাঁচজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। তিনজন চিকিৎসাধীন আছেন।
আক্রান্তদের মধ্যে সোনাইমুড়ী উপজেলায় দুইজন; সেনবাগে, কবিরহাট ও সদর উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। সোনাইমুড়ীতে একজন ও সেনবাগে একজন মারা গেছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















