‘চট্টল বীর’ খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিধন্য কলকাতার শ্যামবাজার স্ট্রিটের আপ্যায়ন গেস্ট হাউসে বর্ষিয়ান নেতার শোকসভা শুরু হয়েছে। সোমবার দুপুরে কলকাতায় চট্টগ্রামবাসীর উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, অমলেন্দু সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সার্জন ডা. পূর্ণেন্দু রায়।
এতে স্বাগত বক্তব্য দেন একুশে টেলিভিশনের চট্টগ্রামের আবাসিক সম্পাদক রফিকুল বাহার। তিনি বলেন, গণমানুষের নেতা হতে হলে গণমানুষের সঙ্গে থাকতে হয় এটা মহিউদ্দিন চৌধুরীর বার্তা।
শোকসভায় মহিউদ্দিন চৌধুরীর জীবন, কর্ম ও স্মৃতি নিয়ে আলোচনা করবেন চট্টগ্রাম পরিষদের সভাপতি রতন ধর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।


























