কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট এলাকার সমন্বয়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু মরিয়ম ওই গ্রামের মুফিজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির উঠানের সামনের পুকুর পাড়ে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে পানিতে পড়ে যায়। পরে বেলা ১১টার দিকে পরিবারের লোকজন শিশুটির লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।






















