পাকিস্তানের এনএসএ নাসের খান বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, চীন-পাকিস্তান ইকোনমিক করিডরে বাধা দিতে আমেরিকা ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে।
সম্প্রতি জাতীয় নিরাপত্তা নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, ভারত বিভিন্ন ধরনের মারণাস্ত্র জমা করছে।
তিনি আরো দাবি করেন, আফগানিস্তানে যত তালিবান মাথাচাড়া দিচ্ছে ততই আমেরিকা নিজেদের ব্যর্থতার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। চীনের সঙ্গে সখ্যতা বাড়ার কারণেই আমেরিকা ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেছেন তিনি।


























