মৌলভীবাজারে আরও ছয় জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তারা কুলাউড়া, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলার। সোমবার জেলা সিভিল সার্জন তৌহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় জেলার এ ছয় জনের করোনা পজেটিভ আসে।
তিনি আরও জানান, গত ২২ এপ্রিল কুলাউড়া থানার এক পুলিশ সদস্য এবং একই উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ৬০ বছরের এক নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ওই থানার ১৭ জন পুলিশ সদস্য এবং ওই নারীর পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট পাঠানো হয়। এর মধ্যে দুই পুলিশ সদস্য এবং ওই নারীর স্বামী এবং ওই পরিবারের ১৫ বছরের এক মেয়ের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। তাদেরসহ জেলায় নতুন করে ছয় জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















