করোনার সংক্রমণ এড়াতে ও প্রাণহানি কমাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে শনিবার থেকে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশ ভেদে এই উদযাপন চলবে সোমবার পর্যন্ত।

গত বছরের ডিসেম্বর মাস থেকেই ব্যাপক আকারে সংক্রমিত হতে শুরু করেছে করোনা ভাইরাস। ছড়িয়েছে ১৮৮টি দেশে। আর আক্রান্ত হয়েছেন অর্ধকোটিরও বেশি মানুষ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু সংখ্যা। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বব্যাপী মুসলিম ধর্মাবলম্বীরা উদযাপন করছে পবিত্র ঈদুল ফিতর।

সোমালিয়া, কেনিয়াসহ বেশ কয়েকটি দেশে শনিবার উদযাপন করা হয়েছে ঈদ। আবার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদিসহ বেশ কয়েকটি দেশ তা পালন করা হয়েছে রবিবার। বাংলাদেশসহ বাকি দেশগুলোতে সোমবার পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর।
বিজনেস বাংলাদেশ / আতিক