গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একজন প্রশাসনিক কর্মকর্তা ও তার পরিবারের একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম হিরা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছুটির পরে ওই কর্মকর্তা পরিবারের সাথে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে তার এবং পরিবারের এক সদস্যের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।
বর্তমানে ঢাকায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন তারা এবং এই মুহূর্তে অনেকটা সুস্থ। এসময় তিনি আরো জানান, যে কোনো ধরনের প্রয়োজনে কর্মকর্তা সমিতিসহ সকলে সবসময় তার পাশে থাকবে।
প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার পরিবারের দুই সদস্যসহ করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা করোনা জয় করে সুস্থ আছেন।