পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
মাগুরার সিভিল সার্জন প্রদিপ কুমার সাহা জানান, খুলনা ল্যাবে পাঠানো নমুনা পরিক্ষায় আজ মঙ্গলবার ১ জনের করোনা পজেটিভ আসছে।
সে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্য। বেশ কিছুদিন ধরে জ্বর দেখা দেয়ায় তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। সে শহর তলীর নিজনান্দুয়ালী এলাকায় ভাড়া থাকেন। তার বাসাটি লকডাউনের প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/ আতিক