০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইসহাক (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার আব্দুল মতলবের ছেলে।
র‌্যাবের দাবি, নিহত যুবক রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত ও সন্ত্রাসী জকির গ্রুপের সহযোগী। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে মেরিন ড্রাইভের সাবরাং এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে।
এসময় ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরী অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১৫, টেকনাফ সিপিসি-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শুক্রবার ভোররাতে মেরিন ড্রাইভ সড়কে পাশে সন্ত্রাসীদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকষ টিম সেখানে অভিযানে যায়।
সময় আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দেখামাত্র অতর্কিতে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের গোলাগুলি শেষে ঘটনাস্থলে তল্লাশি করে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেখ সাদী আরো জানান, নিহত ব্যক্তি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক রোহিঙ্গা স্বশস্ত্র ডাকাত ও সন্ত্রাসী গোষ্ঠী জকির বাহিনীর সহযোগী সদস্য।
রোহিঙ্গা সন্ত্রাসী জকির ক্যাম্পের ভেতরে বাইরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকা- সংঘঠিত করতে রোহিঙ্গা যুবকদের পাশাপাশি স্থানীয় যুবকদেরও তার দলে অন্তর্ভূক্ত করে থাকে।
বিজনেস বাংলাদেশ / আতিক

 

নতুন কর্মসূচি ঘোষণা ‍দিয়েছে কোটা আন্দোলনকারীরা

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিত : ০৮:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইসহাক (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার আব্দুল মতলবের ছেলে।
র‌্যাবের দাবি, নিহত যুবক রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত ও সন্ত্রাসী জকির গ্রুপের সহযোগী। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে মেরিন ড্রাইভের সাবরাং এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে।
এসময় ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরী অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১৫, টেকনাফ সিপিসি-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শুক্রবার ভোররাতে মেরিন ড্রাইভ সড়কে পাশে সন্ত্রাসীদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকষ টিম সেখানে অভিযানে যায়।
সময় আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দেখামাত্র অতর্কিতে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের গোলাগুলি শেষে ঘটনাস্থলে তল্লাশি করে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেখ সাদী আরো জানান, নিহত ব্যক্তি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক রোহিঙ্গা স্বশস্ত্র ডাকাত ও সন্ত্রাসী গোষ্ঠী জকির বাহিনীর সহযোগী সদস্য।
রোহিঙ্গা সন্ত্রাসী জকির ক্যাম্পের ভেতরে বাইরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকা- সংঘঠিত করতে রোহিঙ্গা যুবকদের পাশাপাশি স্থানীয় যুবকদেরও তার দলে অন্তর্ভূক্ত করে থাকে।
বিজনেস বাংলাদেশ / আতিক