০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

চাঁদপুরে ফেসবুকে স্ট্যাটাসের ২ ঘণ্টা পর সাংবাদিকের মৃত্যু

নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেওয়ার ২ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।

শরিবার (৩০ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন।  আমিন।’

চাঁদপুর সদর হাসপাতাল সূত্র জানায়, আবুল হাসনাতের ২ দিন ধরে জ্বর ছিলো।  শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।   রাত ২ টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে আবুল হাসনাতের দাফন সম্পন্ন হবে।

আবুল হাসনাত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন।  ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ইমরান

 

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

চাঁদপুরে ফেসবুকে স্ট্যাটাসের ২ ঘণ্টা পর সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত : ০১:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেওয়ার ২ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।

শরিবার (৩০ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন।  আমিন।’

চাঁদপুর সদর হাসপাতাল সূত্র জানায়, আবুল হাসনাতের ২ দিন ধরে জ্বর ছিলো।  শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।   রাত ২ টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে আবুল হাসনাতের দাফন সম্পন্ন হবে।

আবুল হাসনাত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন।  ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ইমরান