চট্টগ্রামের রাউজান থানার পুলিশের একাধিক করোনাভাইরাস পরীক্ষায় একজনে পজিটিভ পাওয়া গেছে।
গত (১-জুন) করোনা পরীক্ষায় ফলাফলে তাঁর রিপোর্টে পজিটিভ আসে বলে নিশ্চিত করেছে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম।
করোনা আক্তান্ত পুলিশ অফিসারের নাম এস আই আবু বক্কর। রাউজান থানা পুলিশের মধ্যে প্রথম করোনা পজিটিভ পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম জানান, এসআই আবু বক্কর বর্তমানে চিকিৎসা রত আছে। সবাই তার জন্য দোয়া করবেন। যাতে সে দ্রুত সুস্থ হয়।






















