ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা বাজার এলাকায় করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে চঞ্চল (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বাড়ী থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, নিহত চঞ্চল নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ীতে এসে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলো সে।
নিহত চঞ্চল পাগলা বাজার এলাকার আজিম উদ্দিনের ছেলে।
বিজনেস বাংলাদেশ/ইমরান