০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

করোনায় বিপাকে সাপুড়ে পল্লীর বেদে সম্প্রদায়

মহামারী করোনা ভাইরাসের কারনে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহী ও কালীগঞ্জ পৌরসভার কাশিপুর সাপুড়ে পল্লীর বেদে সম্প্রদায় পরিবারগুলো। একেতো চলছে করোনার লকডাউন তারপর মরার উপর খাড়ার ঘা ঘূর্ণিঝড় আম্ফান।

 

বেচে থাকার মতো সব আশা ভরসা যেন তাদের শেষ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের কারনে সারা দেশের মতো ঝিনাইদহেও লকডাউন থাকায় জীবন-জীবিকার সন্ধানে আশ্রয়স্থলে থাকা এখানকার বেদে পরিবারগুলো ঘর থেকে বের হতে পারছেন না। বর্তমানে বেদে পরিবারগুলো আশ্রয়স্থল থেকে বের হতে না পারায় তারা পড়েছে চরম খাদ্য সংকটে।

কোনদিন একবার খেয়ে আবার কোনদিন না খেয়েও চলছে তাদের জীবন। তার উপর ঘূর্ণীঝড় আম্ফানে উড়ে গেছে তাদের মাথার গোজার একমাত্র ঠায় তাবুগুলো।

 

চরম বিপাকে পড়ে এই বেদে পরিবারগুলো তাদের শেষ সম্বল কারও নাকের নাকফুল, কোমরের বিছা ও হাতের আংটি বিক্রি করে কোন রকম দিন পার করছেন এখানকার বেদে পরিবারগুলো।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর সাপুড়ে পল্লীতে প্রায় ৫৫০ টি পরিবারের ২ হাজার ৫’শ জন সদস্য এবং বারোজারের বাদেডিহী সাপুড়ে পল্লীতে ১৭৭ টি পরিবারের ৮৪০ জন সদস্য।

 

করোনার কারন এবং বেচে থাকার মতো যথেষ্ট খাদ্য সামগ্রী না পাওয়ায় তারা রয়েছে করুন পরিস্থিতিতে। তাদের যেন দেখার কেউ নেই। সরেজমিনে বারবাজারের বাদেডিহী ও কালীগঞ্জের কাশিপুর সাপুড়ে পল্লীতে যেয়ে দেখা যায় তাদের জীবন-যাপনের করুন চিত্র।

বাদেডিহী সাপুড়ে উন্নয়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান, এই মহামারি করোনায় সারাদেশে যখন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন হচ্ছে, তখন আমরা বারোবাজারের বেদে সম্প্রদায়ের পরিবারগুলো খাদ্য সামগ্রী হিসাবে ঝিনাইদহ পুলিশ সুপারের নিকট থেকে পেয়েছি ৮৫ ব্যাগ, ঝিনাইদহ র‌্যাব-৬ থেকে ১০৫ ব্যাগ এবং কাশীপুর বেদে সাপুড়ে পল্লীর পরিবারগুলো পেয়েছে জেলা প্রশাসকের নিকট থেকে ৩৩৫ ব্যাগ ও পুলিশ সুপারের নিকট থেকে ১১৩ ব্যাগ। এছাড়া আমরা আর কোন খাদ্য সামগ্রী পায়নি। রোজগারের সকল পথ বন্ধ থাকায় আমাদের পরিবারগুলোর নারী, শিশু ও বৃদ্ধা সবাই খেয়ে না খেয়ে অতি কষ্টে দিন পার করতে হচ্ছে।

আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি ও প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর সু-দৃষ্টি কামনা করছি যাতে আমরা সরকারের দেওয়া ২ হাজার ৫’শ টাকার ভাতাসহ সকল প্রকার সুবিধাভোগীর আওতায় আসতে পারি। তা নাহলে আমাদের এভাবে অর্ধাহারে-অনাহারে থেকে আমাদের মৃত্যু বরন করতে হবে।

বনখেকো আওয়ামীলীগ নেতা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

করোনায় বিপাকে সাপুড়ে পল্লীর বেদে সম্প্রদায়

প্রকাশিত : ০৪:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

মহামারী করোনা ভাইরাসের কারনে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহী ও কালীগঞ্জ পৌরসভার কাশিপুর সাপুড়ে পল্লীর বেদে সম্প্রদায় পরিবারগুলো। একেতো চলছে করোনার লকডাউন তারপর মরার উপর খাড়ার ঘা ঘূর্ণিঝড় আম্ফান।

 

বেচে থাকার মতো সব আশা ভরসা যেন তাদের শেষ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের কারনে সারা দেশের মতো ঝিনাইদহেও লকডাউন থাকায় জীবন-জীবিকার সন্ধানে আশ্রয়স্থলে থাকা এখানকার বেদে পরিবারগুলো ঘর থেকে বের হতে পারছেন না। বর্তমানে বেদে পরিবারগুলো আশ্রয়স্থল থেকে বের হতে না পারায় তারা পড়েছে চরম খাদ্য সংকটে।

কোনদিন একবার খেয়ে আবার কোনদিন না খেয়েও চলছে তাদের জীবন। তার উপর ঘূর্ণীঝড় আম্ফানে উড়ে গেছে তাদের মাথার গোজার একমাত্র ঠায় তাবুগুলো।

 

চরম বিপাকে পড়ে এই বেদে পরিবারগুলো তাদের শেষ সম্বল কারও নাকের নাকফুল, কোমরের বিছা ও হাতের আংটি বিক্রি করে কোন রকম দিন পার করছেন এখানকার বেদে পরিবারগুলো।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর সাপুড়ে পল্লীতে প্রায় ৫৫০ টি পরিবারের ২ হাজার ৫’শ জন সদস্য এবং বারোজারের বাদেডিহী সাপুড়ে পল্লীতে ১৭৭ টি পরিবারের ৮৪০ জন সদস্য।

 

করোনার কারন এবং বেচে থাকার মতো যথেষ্ট খাদ্য সামগ্রী না পাওয়ায় তারা রয়েছে করুন পরিস্থিতিতে। তাদের যেন দেখার কেউ নেই। সরেজমিনে বারবাজারের বাদেডিহী ও কালীগঞ্জের কাশিপুর সাপুড়ে পল্লীতে যেয়ে দেখা যায় তাদের জীবন-যাপনের করুন চিত্র।

বাদেডিহী সাপুড়ে উন্নয়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান, এই মহামারি করোনায় সারাদেশে যখন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন হচ্ছে, তখন আমরা বারোবাজারের বেদে সম্প্রদায়ের পরিবারগুলো খাদ্য সামগ্রী হিসাবে ঝিনাইদহ পুলিশ সুপারের নিকট থেকে পেয়েছি ৮৫ ব্যাগ, ঝিনাইদহ র‌্যাব-৬ থেকে ১০৫ ব্যাগ এবং কাশীপুর বেদে সাপুড়ে পল্লীর পরিবারগুলো পেয়েছে জেলা প্রশাসকের নিকট থেকে ৩৩৫ ব্যাগ ও পুলিশ সুপারের নিকট থেকে ১১৩ ব্যাগ। এছাড়া আমরা আর কোন খাদ্য সামগ্রী পায়নি। রোজগারের সকল পথ বন্ধ থাকায় আমাদের পরিবারগুলোর নারী, শিশু ও বৃদ্ধা সবাই খেয়ে না খেয়ে অতি কষ্টে দিন পার করতে হচ্ছে।

আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি ও প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর সু-দৃষ্টি কামনা করছি যাতে আমরা সরকারের দেওয়া ২ হাজার ৫’শ টাকার ভাতাসহ সকল প্রকার সুবিধাভোগীর আওতায় আসতে পারি। তা নাহলে আমাদের এভাবে অর্ধাহারে-অনাহারে থেকে আমাদের মৃত্যু বরন করতে হবে।