ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী বছরব্যাপী মশক নিধনের সমন্বীত কর্মসূচীর আলোকে ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান আতিক তার নিজ ওয়ার্ডে মশন নিধন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন।
গত রবিবার (০৭ জুন) ডেমরার আমুলিয়ার ৭০ নং ওয়ার্ডের অামুলিয়া সরকারি প্রাথমিক স্কুল থেকে এ কার্যক্রম উদ্ধোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জোন -৬ এর আঞ্চলিক নির্বাহি কর্মকর্তা জনাব সাখাওয়াত সরকার।
৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী অাতিকুর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের দিক নির্দেশনায় অামরা সর্বদা প্রস্তুত অাছি। অামার ওয়ার্ডের ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক কাজ করছি শুরু থেকে এবং মশক নিধন কার্যক্রম গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করছি।
প্রসঙ্গত, দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে চলবে এ সেবা ।প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা হতে শুরু করে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবেন। অন্যদিকে ওয়ার্ড প্রতি ১০ জন মশক ক্রু দুপুর আড়ইটা থেকে শুরু করে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবেন। আর ওয়ার্ড কাউন্সিলরগন সরাসরি এসব কাজের সাথে সম্পৃক্ত থাকবেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ