করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির অন্তত ৩৭ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক। এছাড়া প্রতিদিন আক্রান্তের তথ্য আসছে বলে জানিয়েছে বিএনপির করোনা পর্যবেক্ষণ কেন্দ্রীয় সেল।
গত ৩ মে ভিডিও কনফারেন্সে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। পরবর্তীতে বিভাগীয় সাংগঠনিক নেতাদের দিয়ে বিভাগীয় সেল গঠন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় করোনা সেল প্রদত্ত তথ্য অনুযায়ী সারাদেশে মোট আক্রান্ত ৯২, মৃত্যু ৩৭ জনের।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























