দশমিনা উপজেলার উত্তর রণগোপালদী গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ওপর দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বাসাবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রানু বেগম (৪০) ও তার ছেলে মিজানুর(২৫) নামে দু’জন আহত হয়েছে। আজ বুধবার আহত রানু বেগম বাদী হয়ে আশ্রাব হাংসহ আটজনের বিরুদ্ধে দশমিনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানান, উত্তর রণগোপালদী গ্রামের মোঃ ছলেমান হাং গং সাথে একই বাড়ির আশ্রাব হাং গংদের পারিবারিকভাবে দীর্ঘদিন যাবৎ জমিজমার নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আশ্রাব হাং গংরা ছলেমান হাং এর বসতঘরের হামলা ভাংচুর ও লুটপাট করে এক লাখ বিশ হাজার টাকা নিয়ে যায়। আহতরা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা নিয়েছেন।
আশ্রাব হাং(৪৫), তার ছেলে বাচ্চু হাং(২৩), রাশাদ(২০), রাসেল(২৫), তার ভাই আঃ রাজ্জাক হাং(৪৮)সহ আটজনকে আসামী করে আহত রানু বেগম দশমিনা থানায় লিখিত অভিযোগ করেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম জালাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ






















