মিরসরাইতে ডাকাতির প্রস্তুতিকালের র্যাবের টহল দলের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। গুলিবিদ্ধ লাশের পাশ থেকে দুটি দেশিয় এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গত (১০ জুন) রাত সাড়ে বার টায় উপজেলার নয় দুয়ারিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ অপারেশন এসপি আমির উল্লাহ বলেন, আমাদের নিয়মিত টহল দল গোপন সংবাদে জানতে পারে নয় দুয়ারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। খবর পেয়ে টহল দল নয় দুয়ারিয়া এলাকায় পৌছলে ঢাকাত দল টহল দলের উপর গুলি চালায় এতে আত্নরক্ষাত্নে পাল্টা গুলি চালায় টহল দল। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দলের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্য তার সঙ্গীদের ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র ও আটরাউন্ড অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়।
আহত ঢাকাত সদস্যকে চিকিৎসার জন্য চমেকে প্রেরন করা হলে পথেই তার মৃত্যু হয়। নিহত ঢাকাত সদস্যের কোন পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, র্যাবের তথ্য অনুযায়ী নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য চমেকের মর্গে রয়েছে। উদ্ধার কৃত আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো র্যাবের হেফাজতেই রয়েছে। নিহতের কোন তথ্য বা পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।