আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানে ২০১৮-১৯ অর্থ বছরের আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূর্নী আশ্রায়ন প্রকল্পে ৫ইউনিট বিশিষ্ট ২৬টি সিআইসিট ব্যারাক হাউস নির্মানে শেখ হাসিনা সেনানিবাসের ৭পদাতিক ডিভিশনকে দ্বায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ১মার্চ ৬ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ৪১ বীর এর সার্বিক তত্বাবধানে ব্যারাক র্নিমান কার্যক্রম শুরু করে।

নির্মাণ শেষে আজ বৃহস্পতিবার স্থানীয় প্রসাশনের কাছে আশ্রায়ন প্রকল্প-২ এর নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। নাছিমার মত অসহায় দুস্থ্য ভূমিহীন ১৩০টি পরিবার নিরাপদে বসবাসের জন্য মাথাগোজার ঠাই পাবেন আশ্রায়নের ওই ঘরগুলোতে। আশ্রায়ন প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার তানিয়া ফেরদৌস, ৪১ বীর অধিনায়ক মেজর মুহাম্মদ আক্তারুজ্জামান ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমীন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির সিকদার প্রমূখ।
সহায় সম্বলহীন নাছিমা বেগম(৪০) জানান, স্বামী সেকান্দার আলী মারা গেছেন পাঁচ বছর আগে। স্বামীহারা একমাত্র মেয়ে তাসলিমাকে (১১) নিয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষাবৃত্তি করে চলে মা মেয়ের জীবন। পরের জমিতে কিশোরী মেয়েকে নিয়ে খড়কুটোর ঝুপড়ি ঘরে বসবাস করতেন তিনি। নাছিমা স্বপ্ন দেখতেন মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য একটি নতুন ঘরের। আজ তার স্বপ্ন পূরন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ






















