পঞ্চগড় সদর উপজেলায় ড্রেনের পানিতে ডুবে তাবাসসুম জাহান মিম (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মিম ওই এলাকার মো. মকছেদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে শিশুটি খেলতে গিয়ে বাসার পাশের ওই ড্রেনে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর ওই ড্রেনে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের লোকজন।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ