রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, মেহেরপুর জেলার মুজিবনগর থানার বল্লবপুর এলাকার বিপুল মন্ডলের স্ত্রী শোভ্রা মন্ডল ( ৩২ ) তার ছেলে মিজান মন্ডল ( ১০ ) তার শ্যালক শ্যামল মন্ডল ( ২৫ ) ও ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবন নগর এলাকার বাসিন্দা রিপন।
সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের বেঁচে যাওয়া যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর থানার বল্লবপুর এলাকার বাসিন্দা বিপুল মন্ডল বলেন, স্ত্রী সন্তান শ্যালকসহ পরিবারের চার সদস্য একটি প্রাইভেটকার ভাড়া করে ঢাকায় যাচ্ছিলাম।
আমরা খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় আসলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আমরা সকলেই অচেতন অবস্থায় পাশের খাদে পরে যাই। আমার জ্ঞান ফিরে আসার পর দেখি আমার পরিবারের তিন সদস্যই মরে পড়ে আছেন।
দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী আব্দুর রহিম। চালকের এলাকার ছেলে সহকারী আব্দুর রহিম বলেন, ‘ঢাকা থেকে রড বোঝাই করে আমরা চুয়াডাঙ্গা যাচ্ছিলাম। পথে দৌলতদিয়া ঘাট পার হওয়ার পর আমার ওস্তাত ট্রাকের চালক রিপন বলেন আমার ক্লান্ত লাগছে তুমি চালাও। একথা বলে সে ঘুমাচ্ছিলো, আর আমি চালাচ্ছিলাম। ছোট ব্রিজ এলাকায় হঠাৎ মোড় ঘুরতেই ওই প্রাইভেটকারটি সামনে চলে আসে এরপর আর কিছু জানি না।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ