র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব) প্রতিষ্ঠার পর হতে মাদক, জঙ্গি, অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম অঞ্চলে দায়িত্ব পালন করছেন র্যাব- ৭। চট্টগ্রাম উত্তর জেলায় অপরাধ মাত্রা বৃদ্ধি পাওয়ায় র্যাব-৭ হাটহাজারীতে নতুন আরেকটি ক্যাম্প স্থাপন করা হয়।
রবিবার (১৪জুন) সকাল ১১টায় চট্টগ্রামে হাটহাজারী আব্বাসিয়া পুল এলাকায় র্যাব-৭ ক্যাম্প উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন।
উদ্ধোধন অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বলেন,করোনা কারণে আমরা সংক্ষিপ্ত আকার আমাদের উদ্বোধনী অনুষ্ঠান করতে হচ্ছে।
ইচ্ছে ছিল বড় পরিসরে এই অঞ্চলে বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও জনসাধারনকে নিয়ে উদ্বোধন অনুষ্ঠান করার। পরবর্তী করার ইচ্ছা রয়েছে।
এই অঞ্চলে জনসাধারন যাতে নিরাপদে থাকতে পারে, বিশেষ হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও পার্বত্য অঞ্চলে মানুষ কথা চিন্তা করে আমরা এই ক্যাম্পটি এখানে স্থাপন করেছি।
র্যাব জন্মলগ্ন থেকে বিভিন্ন অপরাধ দমন করে আসছে, বিশেষ করে সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন, বিভিন্ন চাঞ্চল্যকর মামলা সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। আমরা সবসময় পাশে যাদের পায়, তারা হলেন আমাদের মিডিয়ার ভাইদের। তাদেরকে ধন্যবাদ জানায়। তারা যেন আমাদের বিভিন্ন পরামর্শে দিয়ে সহযোগিতা করবে।
এতে আরো উপস্থিত ছিলেন, লে:কর্ণেল মসিউর রহমান জুয়েল পিএসসি অধিনায়ক র্যাব-৭, রাশেদুল আলম চেয়ারম্যান হাটহাজারী উপজেলা পরিষদ, এস,এম রশিদুল হক (বিপিএম, পিপি এম) পুলিশ সুপার চট্টগ্রাম, গোলাম খন্দকার (বিপিএম,পিপিএম) ডিআইজি চট্টগ্রাম রেন্জ, কর্ণেল তোফায়ল মোস্তাফা সরোয়ার, (বিপিএম,) পিএসসি, অতি:মহাপরিচালক অপারেশন’ র্যাব-৭, মসিউদ্দোল্লাহ রেজা অতি:পুলিশ সুপার চট্টগ্রাম, আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী সার্কেলের অতি পুলিশ সুপারসহ র্যাব ও পুলিশের উর্ধোতন কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই ক্যাম্পের দায়িত্ব পালন করবেন র্যাব-৭ মেজর মো: মুসফিকুর রহমান।
এছাড়া হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুরোধে র্যাবের মহাপরিচালক হালদা নদী পরিদর্শনে যান।
বিজনেস বাংলাদেশ / আতিক