চাঁদপুরে করেনা উপসর্গ নিয়ে ৫জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩ জন ও হাজীগঞ্জ উপজেলায় ২ জন। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। চাঁদপুর সদর উপজেলায় মৃতরা হলেন, শহরের চিত্রলেখা মোড় এলাকার মজিবুর রহমান (৬৫), বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের বিল্লাল শেখ (৪২) ও কল্যানপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আব্দুর রশিদ আখন্দ (৭০)।
অপরদিকে হাজীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বলাখালে নুরুল আমিনের মৃত্যুর ৩ দিন পর আজ রবিবার সকালে বাবা ছিদ্দিকুর রহমান (৭০) মারা গেছেন। এছাড়া ৩ নং ওয়ার্ডের ধেররা চৌধুরী বাড়ীর মাওলানা শাহ আলম চৌধুরী (৭৫) শনিবার রাত ৩টায় জ¦র, সর্দি-কাশি নিয়ে মৃত্যুবরণ করেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাজীগঞ্জ দাফন টিমের সদস্য শরীফুর হাসান জানান, রবিবার সকাল পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর এসেছে। প্রথমে ধেররা মাওলানা শাহ আলমের জানাজা, পরে বলাখাল ছিদ্দিকুর রহমানের জানাজা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার