ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নগরীর অনেক জলাশয় দখল হয়ে গেছে। তবে আর কোনো জলাশয় দখল হতে দেওয়া হবে না।
রোববার (১৪ জুন) রাজধানীর খিলগাঁও, সিপাহীবাগ বাইতুল হুদা মসজিদ সংলগ্ন ঝিলে ও রমনা পার্কের জলাশয়ে মাছ ও হাঁস চাষের উদ্বোধনের সময় মেয়র এ কথা বলেন।
তাপস বলেন, আমরা জলাশয় পরিষ্কারের কাজ শুরু করবো। এসব জলাশয়ের মধ্যে তেলাপিয়া মাছ ও হাঁস অবমুক্ত করবো। তেলাপিয়া মাছ মশার লার্ভা ধ্বংস করে। এখনো অনেক জলাশয় আছে যেগুলো আমরা পরিষ্কার করে নান্দনিক স্থানে পরিণত করবো। সেই সঙ্গে জলাশয়ের আশপাশ নান্দনিক স্থানে পরিণত হবে।
এ সময় এলাকাভিক্তিক তরুণ সংগঠনগুলোকে এই হাঁস ও মাছ দেখভাল করার অনুরোধ জানান মেয়র।
ডিএসসিসি মেয়র বলেন, আগে সিটি করপোরেশনের মশক নিধনের নামে লোক দেখানো কার্যক্রম পরিচালিত হতো। মশার উপদ্রব বেশি হলে কার্যক্রম হাতে নেওয়া হতো। সেটি আর হবে না, আমরা সত্যিকারের সেবা দিতে চাই।
বিজনেস বাংলাদেশ/ মে আর