ঢালিউডের নায়ক বাপ্পি গোপনে বিয়ে করেছেন, আরো একবার এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর বরাবরের মতোই বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন তিনি। এই নিয়ে কয়েকবার একই গুঞ্জন ওঠে।
বিয়ে নিয়ে ওঠা এবারের গুঞ্জন প্রসঙ্গে বাপ্পি বলেন, আমি বুঝি না কেন আমাকে নিয়ে মাঝে মাঝে বিয়ে বা প্রেমের গুঞ্জন উঠে? আমি বিয়ে করলে সবাইকে জানিয়েই করবো। অন্যদের মতো বাচ্চা নিয়ে হাজির হবো না এটা নিশ্চিত থাকেন। প্রেম বা বিয়ে কিছুই করিনি। এটাই সত্যি।
সাম্প্রতিক কয়েক বছরে শাকিব খান, ইমন ও সাইমন সাদিকের গোপন বিয়ে ও সন্তানের খবর গণমাধ্যমে এসেছে। এর মধ্যে কিং খানের সংসার ভেঙে গেলেও অন্যরা চুটিয়ে সংসার করছেন।
শেষ দুই বছরে উল্লেখযোগ্য কোনো সিনেমায় বাপ্পীকে দেখা যায়নি। এ সময়ে আধা ডজন ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। বর্তমানে তার আলোচনায় থাকা একমাত্র ছবি দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’। এতে আরও অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার