সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মার তলদেশে কিছু এলাকায় পিলার স্থাপন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তারপরও যথাসময়েই সেতুর কাজ সম্পন্ন হবে।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২০ কোটি টাকা ব্যয়ে ৫টি পিসি গার্ডার সেতু উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে পদ্মাসেতুর কাজের অগ্রগতি হয়েছে ৫০ ভাগ এবং নির্ধারিত সময়ে সেতুর কাজ সম্পন্ন হবে।
পদ্মার ভয়াবহতার কথা করে স্মরণ ওবায়দুল কাদের বলেন, পদ্মার তলদেশে কিছু এলাকায় পিলার স্থাপন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তারপরও যথাসময়েই সেতুর কাজ সম্পন্ন হবে।
ওবায়দুল কাদের আরো বলেন, মুন্সীগঞ্জে ৭৬টি বেইলী ব্রিজের মধ্যে ৪৪টি ভেঙে পিসি গার্ডার ব্রিজের কাজ ধরা হয়েছে যার মধ্যে আজ পাঁচটি খুলে দেয়া হলো, বাকিগুলো আগামী জুনের মধ্যে খুলে দেয়া হবে। আর আগামী দুই বছরের মধ্যে এই জেলায় কোন বেইলী ব্রিজ থাকবে না বলেও জানান তিনি।

























