০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ভারতে আক্রান্তের রেকর্ড, একদিনে সাড়ে ১৩ হাজার

লকডাউন শিথিলের পর থেকেই ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে। পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৫৩২।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৩৬ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭৩।

এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে এবং বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। তাদের চেয়ে বেশি লোক আক্রান্ত কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ায়।

ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার বেশ কম, সুস্থতার হারও ৫০ শতাংশের বেশি। দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪ হাজার ৭১০ জন।

ভারতে করোনার হটস্পট মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসাবে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪, মৃত্যু ৫ হাজার ৭৫১ জনের৷ তামিলনাড়ুতে আক্রান্ত ৫২ হাজার ৩৩৪, মৃত্যু হয়েছে ৬২৫ জনের। দিল্লিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার, প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৬৯ জন। আর গুজরাটে আক্রান্ত ২৫ হাজার ৬০১, মারা গেছেন ১ হাজার ৫৯১ জন।

সূত্র: নিউজ১৮

বিজনেস বাংলাদেশ/ এ আর

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

ভারতে আক্রান্তের রেকর্ড, একদিনে সাড়ে ১৩ হাজার

প্রকাশিত : ০৬:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

লকডাউন শিথিলের পর থেকেই ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে। পুরনো সব রেকর্ড গুঁড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৫৩২।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৩৬ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭৩।

এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে এবং বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। তাদের চেয়ে বেশি লোক আক্রান্ত কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ায়।

ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার বেশ কম, সুস্থতার হারও ৫০ শতাংশের বেশি। দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪ হাজার ৭১০ জন।

ভারতে করোনার হটস্পট মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসাবে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪, মৃত্যু ৫ হাজার ৭৫১ জনের৷ তামিলনাড়ুতে আক্রান্ত ৫২ হাজার ৩৩৪, মৃত্যু হয়েছে ৬২৫ জনের। দিল্লিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার, প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৬৯ জন। আর গুজরাটে আক্রান্ত ২৫ হাজার ৬০১, মারা গেছেন ১ হাজার ৫৯১ জন।

সূত্র: নিউজ১৮

বিজনেস বাংলাদেশ/ এ আর