০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে অভিযান চালিয়ে ৬৭ বস্তা ওএমএস এর চাল উদ্ধার

টানা আড়াই ঘন্টার অভিযান চালিয়ে চট্টগ্রামে হাটহাজারীতে ৬৭ বস্তা ওএমএস এর চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ১৯জুন সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুহুল আমিন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিশ্ববিদ্যালয় ২ নাম্বার গেটের আকতার সওদাগর এর দোকানে সরকারি ওএমএস এর চাল বিক্রি হচ্ছে এ মর্মে খবর পেয়ে ইউএনও বের হয়ে হয় তার সত্যতা পায়।এরপর ৭ বস্তা চাল পেলাম(প্রতি বস্তায় ৫০ কেজি),দোকানির দাবী এটা পাইজং চাল, তিনি কিনেছেন ৪০ টাকা কেজি, বিক্রি করছেন ৪২টাকা করে।
বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা ছিল এটা জেনেও এই চাল বিক্রি করছেন তা জানতে চাইলে, দোকানদার জানান, আমি অত বুঝি না, যেখান থেকে কিনেছি সেখানে আপনাকে নিয়ে যাবো চলেন। তিনি ৫০০ কেজি কিনেছেন তার মধ্যে ১৫০ কেজি বিক্রি করে ফেলেছেন। এরপর দোকানিকে গাড়িতে করে নিয়ে এলেন পৌরসভার বাসস্ট্যান্ডের মেসার্স লোকমানিয়া স্টোরের গো ডাউনে।
সেখানে গিয়ে দেখা যায় ৬০ বস্তা ১০ টাকার কেজি চাল আছে। এরপর ডিলার ইউসুফ কে কল দিলে, তিনি জানান, বিক্রির জন্য প্যাকেট করার জন্য এনে রেখেছেন।
ডিলারকে জিজ্ঞেস করলে, ও এম এস এর চাল আপনি ৫০০ কেজি করে বিভিন্ন মুদী দোকানির কাছে বিক্রি করছেন কিভাবে?
এরপর তিনি ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন।উপজেলা খাদ্য কর্মকর্তাকে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে,নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।জব্দকৃত ৬৭ বস্তা চাল উপজেলা প্রশাসনের হেফাজত এ আছে।
ইউএনও রুহুল আমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলা চবি ২নং গেইট এলাকায় আক্তার সওদাগরের দোকানে ওএমএস চাল বিক্রি হচ্ছে।তখন মাগরিবের আযান হচ্ছে।
নামাজ পড়েই বের হয়ে পড়লাম। অভিযানে গিয়ে তথ্যের সত্যতা পাই। এর পর ঐ দোকান হতে ৭বস্তা উদ্ধার করি।দোকানদার নিয়ে বাসষ্টেষন এলাকায় লোকমান স্টোরের গোডাইন অভিযান চালিয়ে তার নিকট ৬০বস্তা চাল সহ মোট ৬৭ বস্স্তা ওএমএসের চাল উদ্ধার করে উপজেলা প্রশাসনে হেফাজতে রয়েছে। ডিলার পলাতাক রয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

 

জনপ্রিয়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

হাটহাজারীতে অভিযান চালিয়ে ৬৭ বস্তা ওএমএস এর চাল উদ্ধার

প্রকাশিত : ০৪:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
টানা আড়াই ঘন্টার অভিযান চালিয়ে চট্টগ্রামে হাটহাজারীতে ৬৭ বস্তা ওএমএস এর চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ১৯জুন সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুহুল আমিন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিশ্ববিদ্যালয় ২ নাম্বার গেটের আকতার সওদাগর এর দোকানে সরকারি ওএমএস এর চাল বিক্রি হচ্ছে এ মর্মে খবর পেয়ে ইউএনও বের হয়ে হয় তার সত্যতা পায়।এরপর ৭ বস্তা চাল পেলাম(প্রতি বস্তায় ৫০ কেজি),দোকানির দাবী এটা পাইজং চাল, তিনি কিনেছেন ৪০ টাকা কেজি, বিক্রি করছেন ৪২টাকা করে।
বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর লেখা ছিল এটা জেনেও এই চাল বিক্রি করছেন তা জানতে চাইলে, দোকানদার জানান, আমি অত বুঝি না, যেখান থেকে কিনেছি সেখানে আপনাকে নিয়ে যাবো চলেন। তিনি ৫০০ কেজি কিনেছেন তার মধ্যে ১৫০ কেজি বিক্রি করে ফেলেছেন। এরপর দোকানিকে গাড়িতে করে নিয়ে এলেন পৌরসভার বাসস্ট্যান্ডের মেসার্স লোকমানিয়া স্টোরের গো ডাউনে।
সেখানে গিয়ে দেখা যায় ৬০ বস্তা ১০ টাকার কেজি চাল আছে। এরপর ডিলার ইউসুফ কে কল দিলে, তিনি জানান, বিক্রির জন্য প্যাকেট করার জন্য এনে রেখেছেন।
ডিলারকে জিজ্ঞেস করলে, ও এম এস এর চাল আপনি ৫০০ কেজি করে বিভিন্ন মুদী দোকানির কাছে বিক্রি করছেন কিভাবে?
এরপর তিনি ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন।উপজেলা খাদ্য কর্মকর্তাকে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে,নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।জব্দকৃত ৬৭ বস্তা চাল উপজেলা প্রশাসনের হেফাজত এ আছে।
ইউএনও রুহুল আমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলা চবি ২নং গেইট এলাকায় আক্তার সওদাগরের দোকানে ওএমএস চাল বিক্রি হচ্ছে।তখন মাগরিবের আযান হচ্ছে।
নামাজ পড়েই বের হয়ে পড়লাম। অভিযানে গিয়ে তথ্যের সত্যতা পাই। এর পর ঐ দোকান হতে ৭বস্তা উদ্ধার করি।দোকানদার নিয়ে বাসষ্টেষন এলাকায় লোকমান স্টোরের গোডাইন অভিযান চালিয়ে তার নিকট ৬০বস্তা চাল সহ মোট ৬৭ বস্স্তা ওএমএসের চাল উদ্ধার করে উপজেলা প্রশাসনে হেফাজতে রয়েছে। ডিলার পলাতাক রয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।