হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়াতে দৌড়াতেই সীতাকুণ্ডের এক প্রাক্তন স্কুল শিক্ষকের মৃত্যু হয়। তার ডায়াবেটিসের মাত্রাও কমে গিয়েছিল এ সময়। মৃত স্কুল শিক্ষকের নাম নুরুল আলম। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক।
নুরুল আলমের পারিবারিক সুত্রে জানা জায়, ‘বৃহস্পতিবার সকালে হঠাৎ উনার শরীর খারাপ হয়ে যায়। তখন উনাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে বলেন।
পরে তার ছেলেরা চমেকের উদ্দেশ্যে রওনা হয়। উনার যখন অবস্থা বেশি খারাপ হয়ে যায় তখন ইউএসটিসিতে নিয়ে যায়। সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষার পরও ডাক্তার রোগী দেখেননি। কেউ বলে ডাক্তার আছে আবার কেউ বলে ডাক্তার নাই।’
‘একপর্যায়ে ছেলেরা চেঁচামেচি শুরু করলে হাসপাতালের কর্তব্যরতরা বলেন এখানে কোন করোনা রোগী চিকিৎসা করা হয় না। যদিও উনার করোনা তো দূরের কথা, উপসর্গও ছিল না। এক ঘন্টা পর উনাকে নিয়ে যাওয়া হয় ডায়াবেটিস হাসপাতালে।
যেহেতু উনার ডায়াবেটিস সমস্যা। সেখানে একজন চিকিৎসক তাকে দেখে বলেন উনার পালস কাজ করছে না, জরুরী ভিত্তিতে চমেকে নিয়ে যান। পরে সেখানে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’