০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

জাপানে বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিকদের প্রবেশ নিষেধ

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • 139

বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে জাপান সরকার। তবে বিশেষ পরিস্থিতিতে এটি শিথিল করা হবে বলে জানিয়েছে জাপান। এছাড়া জাপান ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

গতকাল জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মে থেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপান ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৩০ এপ্রিল ঢাকা থেকে টোকিও যাওয়া একটি চাটার্ড ফ্লাইটের চারজন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে ১৪ দিনের মধ্যে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

বিজনেস বাংলাদেশ/ এসএম

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জাপানে বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিকদের প্রবেশ নিষেধ

প্রকাশিত : ০৬:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে জাপান সরকার। তবে বিশেষ পরিস্থিতিতে এটি শিথিল করা হবে বলে জানিয়েছে জাপান। এছাড়া জাপান ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

গতকাল জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মে থেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপান ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৩০ এপ্রিল ঢাকা থেকে টোকিও যাওয়া একটি চাটার্ড ফ্লাইটের চারজন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে ১৪ দিনের মধ্যে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

বিজনেস বাংলাদেশ/ এসএম