গাজীপুরে টঙ্গীতে আগুনে পুড়ে রানা (১২) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় তার বাবা মনির হোসেন (৩৫) ও ভাই রাজিব (১৫) দগ্ধ হন। বৃহস্পতিবার ভোরে টঙ্গীর এরশাদ নগর এলাকার দুই নম্বর ব্লকের একটি বাড়িতে আগুন লাগে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে এরশাদ নগর এলাকার মনির হোসেনের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের ঘর এবং বাড়িসংলগ্ন দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রানা ঘটনাস্থলেই মারা যায়। আর তার ভাই রাজিব ও বাবা মনির হোসেন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির দুটি ঘর, বাড়িসংলগ্ন পাঁচটি দোকান ও মালামাল পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



















