১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

সরকারের সমালোচনা ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই: কাদের

ওবায়দুল কাদের- ফাইল ছবি

সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৫ জুন) সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সরকারের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বক্তৃতা-বিবৃতির মাধ্যমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই।

বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে তাদের বলতে চাই; এ সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না। করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

নরসিংদীতে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন রোগীদের মাঝে কোটি টাকার চেক বিতরণ

সরকারের সমালোচনা ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই: কাদের

প্রকাশিত : ০৩:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৫ জুন) সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সরকারের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বক্তৃতা-বিবৃতির মাধ্যমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই।

বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে তাদের বলতে চাই; এ সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না। করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার