ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় একদিনে ১৯ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনাভাইরাসে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪২৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ২২০ জন । একইদিনে মৃত্যু হয়েছে ৪৩৮ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৪৮ জন।
এদিকে আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরে থাকা ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছেন, মোট ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। ৯৮ জনের মৃত্যুতে রাজ্যে মোট প্রাণহানি ৮ হাজারের বেশি। করোনায় আক্রান্তে আর মৃত্যুতে মহরাষ্ট্রের পরে দিল্লি। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪২ জন। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারের মতো।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার