করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি পালন করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গতকাল মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন নিজ হাতে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করেন। এ সময় তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনকে স্বাস্থ্য সচেতনতা করার লক্ষ্যে জিএমপি পুলিশ কমিশনারের নির্দেশে শুরু থেকে মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে। ইতোমধ্যেই জিএমপির কনস্টেবল থেকে উপ-পুলিশ কমিশনার পর্যন্ত অধিকাংশ সদস্য করোনা ভাইরাসের আক্রান্ত হলেও জনসচেতনতামূলক কার্যক্রম করতে নিরুৎসাহিত হন নি কোন সদস্যই। করোনা ভাইরাসে এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বাজারে না আসায় ভাইরাস প্রতিরোধে মাস্ক পরাই অন্যতম উপায় হিসেবে বিবেচনা করা হয়। নাগরিকদের সুরক্ষা রাখার জন্য মহানগর এলাকা করোনা ভাইরাসের সংক্রমন যাতে না বাড়ে সেই জন্য জিএমপি পুলিশ কমিশনারের
নতুন উদ্যেগ গ্রহন করা হয়েছে “শতভাগ মাস্ক পরা ক্যাম্পেইন”। তারই অংশ হিসেবে বিগত কয়েকদিনের ন্যায় গতকাল সকালে থেকে কোনাবাড়ি ফ্রাইওভার এর নিচেই বাসস্ট্যান্ড সংলগ্ন ও কাশেমপুরে জিতার মোড়ে রাস্তায় জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার করার জন্য উদ্ধুদ্ধ করেন এবং যাদের কাছে মাস্ক নেই প্রত্যেককে মাস্ক বিতরন করেন। এসময় পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চলমান কর্মসূচি সম্পর্কে অবগত করেন। জনস্বার্থে জিএমপি’র এই কার্যক্রম চলমান থাকবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















