০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

রিজেন্ট হাসপাতাল সিলগালা

কোভিড-১৯ ডেডিকেটেড রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে র‌্যাব। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সোয়া ৫টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হাসপাতালটি সিলগালা করেন।

তিনি বলেন, রিজেন্ট হাসপাতালটি করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহ করতো কিন্তু কোনও টেস্ট করতো না। মনগড়া রিপোর্ট দিতো। এছাড়াও হাসপাতালের আইসিইউ অত্যন্ত নিম্নমানের এবং তাদের হাসপাতাল ল্যাবের ফ্রিজে মাছ ভর্তি। হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় আমরা হাসপাতালটি সিলগালা করেছি।

হাসপাতালটির কর্মকর্তা ও কর্মচারীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হবে। এছাড়া সিআইডিকে মানি লন্ডারিং মামলার জন্য র‌্যাবের পক্ষ থেকে সুপারিশ করা হবে বলেও জানান সারোয়ার আলম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ডাকসু নির্বাচনে দুপুরের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

রিজেন্ট হাসপাতাল সিলগালা

প্রকাশিত : ০৭:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

কোভিড-১৯ ডেডিকেটেড রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে র‌্যাব। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সোয়া ৫টায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হাসপাতালটি সিলগালা করেন।

তিনি বলেন, রিজেন্ট হাসপাতালটি করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহ করতো কিন্তু কোনও টেস্ট করতো না। মনগড়া রিপোর্ট দিতো। এছাড়াও হাসপাতালের আইসিইউ অত্যন্ত নিম্নমানের এবং তাদের হাসপাতাল ল্যাবের ফ্রিজে মাছ ভর্তি। হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় আমরা হাসপাতালটি সিলগালা করেছি।

হাসপাতালটির কর্মকর্তা ও কর্মচারীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হবে। এছাড়া সিআইডিকে মানি লন্ডারিং মামলার জন্য র‌্যাবের পক্ষ থেকে সুপারিশ করা হবে বলেও জানান সারোয়ার আলম।

বিজনেস বাংলাদেশ/বিএইচ