যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষিত ১১৩ টি নমুনার মধ্যে যশোরে নতুন করে ২৯টি নমুনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ এছাড়া যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ফুলসুরাত (৬০) নামে এক নারীর মৃৃত্যু হয়েছে৷ সবমিলিয়ে নতুন করে যশোরে ২৯ টি করোনা পজেটিভ রিপোর্ট গত ২৪ ঘন্টায় এসেছে৷
বিষয়টি যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন নিশ্চিত করেন৷ হাসপাতালের আইসোলেশনে মৃৃৃৃত নারী ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাতুব্বার সর্দারের স্ত্রী৷
হাসপাতালের আরএমও ডা.আরিফ আহম্মেদ জানান, ফুলসুরাত নামে ওই নারী গত ৭জুলাই সকালে এইচটিএনডিএম এবং জ্বর নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়৷ গত ৭জুলাই তার করোনা নমুনা সংগ্রহ করা হয়৷ আজ বৃৃৃৃহস্পতিবার সকালে তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তারপর তিনি সকাল ১০টা ১৫মিনিটে তার মৃৃৃৃত্যু হয়৷
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ জানান, এদিন যশোরের ১১৩টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে নতুন ২৯টি পজেটিভ বলে শনাক্ত করা হয়। এর ভিতর সদর উপজেলার ২৮ টি ও শার্শা উপজেলায় ১টি নমুনা পজেটিভ৷
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন সকালে যবিপ্রবি থেকে ১১৩টি রিপোর্ট এসেছে তার মধ্যে ২৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ তিনি জানান, সব মিলিয়ে নতুন করে যশোরে ২৯টি করোনা পজেটিভ শনাক্ত হলো৷
আজ পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৭৮২ জন। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে চার রোগীকে। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের ঠিকানা শনাক্ত করে স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহন করবে৷
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত