ট্রাকে-পিকআপে করে ইয়াবা পাচারকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বুধবার রাতে পৃথক অভিযানে মহিলাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি পিক আপ ও ১ টি মিনি ট্রাক জব্ধ করা হয়।
বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি লোহাগাড়া থানার আফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া ফাঁসিয়াখালী এলাকার মৃত আলী আহমদের পুত্র শফি (৩৫), চকরিয়া উত্তর হারবাং কোরবানিয়াঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র মাঈনুদ্দিন (২৭), কক্সবাজার পৌরসভার মহাজন পাড়ার মৃত মো: আলীর পুত্র নরুল বশর (৩৪) টেকনাফের নুর আলমের স্ত্রী আয়েশা খাতুন (২৫), টেকনাফের ওয়াইকং বালু খালী এলাকার মৃত সৈয়দ কবিরের পুত্র মুসা আকবর রুবেল (২৫)। জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টীম উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের একটি পিক আপে তল্লাসী চালিয়ে আয়েশা খাতুন, মাঈনুদ্দিন, শফি ও নুরুল বশরকে ৩ হাজার পিচ ও একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে মুসা আকবর রুবেলকে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ গণমাধ্যমকে জানান, মাদক পাচারকারী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক বিক্রেতারা যে দলেরই হোক না কেন এবং যতই ক্ষমতাশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রজু করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত