করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করে লাকসাম-মনোহরগঞ্জ ক্লাব।
মঙ্গলবার (২১ জুলাই) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামের সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়।

করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম-মনোহরগঞ্জ ক্লাবের পরিচালক মাঈন উদ্দিন সোহাগ, সাইফুল ইসলাম, মো. আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডাক্তার মোক্তার আহম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, সারা পৃথিবীর মরণব্যাধী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জ ক্লাবের উদ্যোগে পোমগাঁও গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই দেশের এ মহামারীকালে সকলকে সরকারের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার কারণে সারাদেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে লাকসাম-মনোহরগঞ্জ ক্লাব। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন আমরা মাঠে থাকব।

ডাক্তার মোক্তার আহম্মদ বলেন, করোনার এই সময়ে সরকারের পাশাপাশি যেভাবে লাকসাম-মনোহরগঞ্জ ক্লাব যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা মনে করি করোনা যুদ্ধে লাকসাম-মনোহরগঞ্জ ক্লাব একা নয়, বরং সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় ক্লাবের পরিচালক ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিজনেস বাংলাদেশ/এসএম