০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

‘২০২০ সালে ভ্যাকসিনের আশা না করাই উচিত

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী ন্যায্য ভ্যাকসিন বিতরণ নিশ্চিতে করতে কাজ করছে। তবে চলতি বছর ভ্যাকসিনের আশা না করাই উচিত— বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। রায়ান বলেন, বিশ্বব্যাপী গবেষকরা বেশ কয়েক দফায় ভ্যাকসিনের ট্রায়াল করছে। এক্ষেত্রে বিজ্ঞানীরা স্বল্প সময়ে বেশ ভালো অগ্রগতি করেছে। তবে ২০২১ সালের প্রথম দিকে ভ্যাকসিন পাওয়া যাবে বলে আমরা মনে করছি। কিন্তু এর আগে ভ্যাকসিনের আশা করা উচিত হবে না।

তিনি বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত ভাইরাসের বিস্তারকে দমন করার জন্য সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বব্যাপী প্রতিদিনই নতুন নতুন স্থানে প্রায় রেকর্ড পর্যায়ে আক্রান্ত শনাক্ত হচ্ছে।

ভ্যাকসিন প্রসঙ্গে রায়ান বলেন, আমরা ভাল অগ্রগতি করছ। বেশ কয়েকটি ভ্যাকসিন এখন তৃতীয় ধাপের পরীক্ষায় ছিল। সুরক্ষা বা প্রতিরোধ ক্ষমতা তৈরির ক্ষমতার দিক থেকে এখনও পর্যন্ত কোনটিও ব্যর্থ হয়নি। এটি নিঃসন্দেহে ভালো খবর। বাস্তব বিষয়টি হলো, ভ্যাকসিনের জন্য আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

‘২০২০ সালে ভ্যাকসিনের আশা না করাই উচিত

প্রকাশিত : ০২:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী ন্যায্য ভ্যাকসিন বিতরণ নিশ্চিতে করতে কাজ করছে। তবে চলতি বছর ভ্যাকসিনের আশা না করাই উচিত— বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। রায়ান বলেন, বিশ্বব্যাপী গবেষকরা বেশ কয়েক দফায় ভ্যাকসিনের ট্রায়াল করছে। এক্ষেত্রে বিজ্ঞানীরা স্বল্প সময়ে বেশ ভালো অগ্রগতি করেছে। তবে ২০২১ সালের প্রথম দিকে ভ্যাকসিন পাওয়া যাবে বলে আমরা মনে করছি। কিন্তু এর আগে ভ্যাকসিনের আশা করা উচিত হবে না।

তিনি বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত ভাইরাসের বিস্তারকে দমন করার জন্য সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বব্যাপী প্রতিদিনই নতুন নতুন স্থানে প্রায় রেকর্ড পর্যায়ে আক্রান্ত শনাক্ত হচ্ছে।

ভ্যাকসিন প্রসঙ্গে রায়ান বলেন, আমরা ভাল অগ্রগতি করছ। বেশ কয়েকটি ভ্যাকসিন এখন তৃতীয় ধাপের পরীক্ষায় ছিল। সুরক্ষা বা প্রতিরোধ ক্ষমতা তৈরির ক্ষমতার দিক থেকে এখনও পর্যন্ত কোনটিও ব্যর্থ হয়নি। এটি নিঃসন্দেহে ভালো খবর। বাস্তব বিষয়টি হলো, ভ্যাকসিনের জন্য আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর