কুষ্টিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রাহক চাপ সামাল দিতে এবং কয়েকশত গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: উপ – শাখা উদ্বোধন করেছে।
সোমবার দুপুর ১২টায় শহরতলী বারখাদা ত্রি-মোহিনীর নুর টাওয়ার মার্কেটের ২য় তলায় কুষ্টিয়া শাখার প্রধান রুহুল আমীনের সভাপতিত্বে এই উপ-শাখা আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জোন প্রধান এসভিপি মাকসুদুর রহমান। এসময় সেখানে ব্যাংকে অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিত্বশীল গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনপূর্ব বক্তব্যে সভাপতি রুহুল আমীন বলেন, ব্যাংকিং খাতের দিক থেকে গুরুত্বপূর্ন জেলা কুষ্টিয়ার প্রায় ৮২ হাজার গ্রাহকের সেবা নিশ্চিতে হিমসিম খেত নিয়ত। সেকারণে দির্ঘদিন ধরেই এই অঞ্চলের কয়েক হাজার গ্রাহক ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে একটি শাখা খোলার দাবিতে আবেদন করেছিলেন। তারই প্রেক্ষিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এই উপশাখা খোলার সিদ্ধান্ত গ্রহন করেছেন। স্থানীয় ১৩নং পৌর কাউন্সিলর রবিউল ইসলাম ব্যাংক কর্তৃপক্ষের এই উপশাখা খোলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এরফলে অত্র এলাকার গ্রাহকগনের সময় বাঁচানো ছাড়াও ভোগান্তিমুক্ত হবে। প্রধান অতিথি মাকসুদুর রহমান বলেন, সম্প্রতি করোনা সংক্রমন রোধে সরকারী ভাবে দেশব্যাপী সামাজিক দুরুত্ব নিশ্চিতে নির্দেশনা দেয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: কুষ্টিয়া শাখায় ক্রমবর্ধমান গ্রাহক চাপ কমিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতেও গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে এই উপশাখা।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















