গোলাপগঞ্জ উপজেলায় নতুন আরও ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৬ জন,মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৮১ জনের। মৃত্যুবরণ করেছেন ১০ জন।
সোমবার (২৭ জুলাই) রাতে এদের নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
এদিকে নতুন আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ