কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইল নামক স্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভার হাবিবুর রহমান তুহিন (৪৫) নিহত হয়েছে এ সময় আহত হয় আরো ৫ জন।
মঙ্গলবার (২৮জুলাই) দুপুর ১টার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ভেড়ামারা মুখি সিএনজি ১২ মাইল নামক স্থানে পৌছালে বিপরিদ দিক থেকে আসা কুষ্টিয়া অভিমুখে একটি ট্রাক (নম্বর ঝিনাইদহ-ট-১১০৯১০) সিএনজিকে ওভারটেক করতে গেলে ১২ মাইল নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আনছার আলীর পুত্র হাবিবুর রহমান (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় সিএনজিতে থাকা ৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন, আশরাফুল ইসলাম (২৮), কামাল হোসেন (৩০), করিম দেওয়ান (২২), আলীম কাজী (৪৫), বাবু (৫০) এদের সবাইকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ী সাড়া পাঁচনেওয়া গ্রাম ঈশ্বরদী। ঘটনাস্থলে ভেড়ামারা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর