০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কুমিল্লায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোলবোমা হামলায় আট যাত্রীকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জাপায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিচারক জয়নব বেগম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এসময় মামলার চার্জশিটও গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের যোগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলা করা হয়। এতে আগুনে দগ্ধ হয়ে মারা যায় বাসের ৮ যাত্রী।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে আট যাত্রী হত্যা মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।

গত বছরের ১৬ নভেম্বর জেলা ডিবির ইন্সপেক্টর ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মঙ্গলবার শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে ওই ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জনপ্রিয়

ফরিদপুরে উপকার ভোগীদের মাঝে বিভিন্ন সরঞ্জাম বিতরণ

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮

কুমিল্লায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোলবোমা হামলায় আট যাত্রীকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জাপায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিচারক জয়নব বেগম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এসময় মামলার চার্জশিটও গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের যোগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলা করা হয়। এতে আগুনে দগ্ধ হয়ে মারা যায় বাসের ৮ যাত্রী।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে আট যাত্রী হত্যা মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।

গত বছরের ১৬ নভেম্বর জেলা ডিবির ইন্সপেক্টর ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মঙ্গলবার শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে ওই ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।