১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মালয়েশিয়ায় ১৩ দিনের রিমান্ডে রায়হান কবির

কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি যুবক মো. রায়হান কবিরকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ১৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত। এতে ১৯ আগস্ট পর্যন্ত রায়হানকে রিমাণ্ডে থাকতে হবে।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা জানান, বুধবার রাতেই রায়হানকে আজ আদালতে হাজির করে পুলিশ ফের রিমান্ড চাইবে বলে জানা যায়। সে অনুযায়ী তারা আদালতে হাজির হন। তবে বাংলাদেশ হাইকমিশনের কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না।

তিনি আরো জানান, রায়হান আগের মতোই বলেছে, তিনি যা দেখেছেন তাই বলেছেন। তবে মালয়েশিয়ার কাউকে আহত করা তার উদ্দেশ্য ছিল না। রায়হানের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ।

এর আগে বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দেজাইমি দাউদ জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার ফ্লাইট যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী ৩১ আগস্ট ফ্লাইট চালু হবে। তখনই তাকে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ায় অভিবাসীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ নিয়ে ‘লকডআপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামে গত ৩ জুলাই ২৫ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন আল জাজিরা টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে সাক্ষাৎকার দেন রায়হান কবির।

প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার এর তীব্র নিন্দা জানিয়ে আল জাজিরার এমন প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে অভিহিত করে। এরপর রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে তার ওয়ার্ক পারমিটও (ভিসা) বাতিল করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

মালয়েশিয়ায় ১৩ দিনের রিমান্ডে রায়হান কবির

প্রকাশিত : ০৩:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি যুবক মো. রায়হান কবিরকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ১৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত। এতে ১৯ আগস্ট পর্যন্ত রায়হানকে রিমাণ্ডে থাকতে হবে।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা জানান, বুধবার রাতেই রায়হানকে আজ আদালতে হাজির করে পুলিশ ফের রিমান্ড চাইবে বলে জানা যায়। সে অনুযায়ী তারা আদালতে হাজির হন। তবে বাংলাদেশ হাইকমিশনের কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না।

তিনি আরো জানান, রায়হান আগের মতোই বলেছে, তিনি যা দেখেছেন তাই বলেছেন। তবে মালয়েশিয়ার কাউকে আহত করা তার উদ্দেশ্য ছিল না। রায়হানের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনতে পারেনি পুলিশ।

এর আগে বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দেজাইমি দাউদ জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার ফ্লাইট যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী ৩১ আগস্ট ফ্লাইট চালু হবে। তখনই তাকে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ায় অভিবাসীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ নিয়ে ‘লকডআপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামে গত ৩ জুলাই ২৫ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন আল জাজিরা টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে সাক্ষাৎকার দেন রায়হান কবির।

প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার এর তীব্র নিন্দা জানিয়ে আল জাজিরার এমন প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে অভিহিত করে। এরপর রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে তার ওয়ার্ক পারমিটও (ভিসা) বাতিল করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর