০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বিকেলে বনানীতে স্ত্রীর পাশে দাফন

রাজধানীর মনিপুরি পাড়ায় অবস্থিত বাসায় শেষবারের মতো নেওয়া হয়েছে বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মরদেহ।

এভারকেয়ার হাসপাতাল থেকে আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪০মিনিটে মনিপুরি পাড়ার বাসায় নেওয়া হয় তাঁর মরদেহ।

মুর্তজা বশীরের পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১টায় এভারকেয়ার হাসপাতালে রহমতে আলম সমাজ সেবা সংস্থার ব্যবস্থাপনায় করোনা স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহের গোসল সম্পন্ন করা হয়। এরপর সরাসরি মনিপুরি পাড়ায় তার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানী কবরস্থানে স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে সমাহিত করা হবে তাঁকে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৫ আগস্ট) মৃত্যুবরণ করেন মুর্তজা বশীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয় মুর্তজা বশীরকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুর্তজা বশীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায়ও ভুগছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

বিকেলে বনানীতে স্ত্রীর পাশে দাফন

প্রকাশিত : ০৩:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

রাজধানীর মনিপুরি পাড়ায় অবস্থিত বাসায় শেষবারের মতো নেওয়া হয়েছে বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মরদেহ।

এভারকেয়ার হাসপাতাল থেকে আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪০মিনিটে মনিপুরি পাড়ার বাসায় নেওয়া হয় তাঁর মরদেহ।

মুর্তজা বশীরের পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১টায় এভারকেয়ার হাসপাতালে রহমতে আলম সমাজ সেবা সংস্থার ব্যবস্থাপনায় করোনা স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহের গোসল সম্পন্ন করা হয়। এরপর সরাসরি মনিপুরি পাড়ায় তার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানী কবরস্থানে স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে সমাহিত করা হবে তাঁকে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৫ আগস্ট) মৃত্যুবরণ করেন মুর্তজা বশীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয় মুর্তজা বশীরকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুর্তজা বশীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায়ও ভুগছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর