বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যদায় জনতা ব্যাংক, কুষ্টিয়া এরিয়া অফিস আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে।
সহকারী মহাব্যবস্থাপক ও এরিয়া ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে রবিবার বিকেলে অনুষ্ঠিত আলোচণা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন, জনতা ব্যাংক ৪র্থ শ্রেনীর সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ খায়রুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান প্রমুখ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর উপর আলোচনা করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে গেছেন। তিনি জীবীত থাকলে এ দেশ প্রকৃতপক্ষেই সোনার বাংলা গড়ে তুলতেন। ১৫ই আগষ্ট একদল দুঃস্কৃতিরা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবে রুপ দিতে আমাদেরকে এক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে দুনীতি অনিয়মের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে কাজ করে যাচ্ছেন। এ দেশ আগামীতে সোনার দেশে পরিনত হবে। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আশেকুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সিনিয়র অফিসার আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম।
বিজনেস বাংলাদেশ/ এ আর



















