০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

কওমী মাদরাসা খুলে দেয়ার দাবি

কওমী মাদরাসার শিক্ষকরা দাবি জানিয়েছেন, কওমী মাদরাসার কিতাব বিভাগ খুলে দেয়ার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম চালু করার।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন কওমী মাদ্রাসার প্রতিনিধি দল। তারা প্রধানমন্ত্রীর নিকট মাদরাসা খুলে দেবার আবেদন জানিয়েছেন। পাশাপাশি স্থগিত থাকা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চেয়েছেন।

শিক্ষকরা বলেন, আলিয়া মাদরাসাতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। কওমী মাদরাসাতেও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। কওমী মাদরাসায় স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানা হয় বলেও দাবি করেন তারা। গত ১২ জুলাই থেকে হেফজ বিভাগ চালু আছে। মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জানাবেন বলে জানান কওমী মাদরাসার প্রতিনিধি দল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

জনপ্রিয়

নিজের প্রতিষ্ঠিত মসজিদে জুম্মার নামাজ পড়লেন তারেক রহমানের

কওমী মাদরাসা খুলে দেয়ার দাবি

প্রকাশিত : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০

কওমী মাদরাসার শিক্ষকরা দাবি জানিয়েছেন, কওমী মাদরাসার কিতাব বিভাগ খুলে দেয়ার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম চালু করার।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন কওমী মাদ্রাসার প্রতিনিধি দল। তারা প্রধানমন্ত্রীর নিকট মাদরাসা খুলে দেবার আবেদন জানিয়েছেন। পাশাপাশি স্থগিত থাকা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চেয়েছেন।

শিক্ষকরা বলেন, আলিয়া মাদরাসাতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। কওমী মাদরাসাতেও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। কওমী মাদরাসায় স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানা হয় বলেও দাবি করেন তারা। গত ১২ জুলাই থেকে হেফজ বিভাগ চালু আছে। মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জানাবেন বলে জানান কওমী মাদরাসার প্রতিনিধি দল।

বিজনেস বাংলাদেশ/বিএইচ