০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪

মধ্যরাতে বিধবার ঘরে গ্রাম পুলিশ

  • গজনবী, ভোলা
  • প্রকাশিত : ০৪:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • 22

ভোলার দৌলতখান উপজেলায় বিধবা ভাতা দেওয়ার কথা বলে মধ্যরাতে বিধবার ঘরে ঢুকে অনৈতিক কর্মকান্ডের চেষ্টার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৭ ই আগস্ট (সোমবার) রাত ১২ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছোটধলী গ্রামে।

তিন সন্তানের জননী বিধবা নারী জানান, সোমবার রাত আনুমানিক ১২ টায় আবু চৌকিদার আমার বাসার সামনে এসে দরজা ধাক্কাধাক্কি করে । নাম জিজ্ঞেস করলে বলেন আমি চৌকিদার, তোমার বিধবা ভাতার কার্ড এর জন্য ভোটার আইডি কার্ড নিতে এসেছি। এরপর আমি দরজা খুললে তিনি আমার ঘরে ডুকে পড়েন। আমি তাকে আইডি কার্ড দিয়ে বাসা থেকে চলে যেতে বললে তিনি নানা রকম কুপ্রস্তাব দেয়। এমনকি একপর্যায়ে আমার ওড়না ধরে টান দেয়। তার কু-মতলব বুঝতে পেরে আমি ঘর থেকে বের হয়ে এক আত্মীয়কে ফোনে বিষয়টি জানাই। আত্মীয় আসার পর আবু চৌকিদার ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানানো হয়েছে।

আবু চৌকিদারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ওই মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ফরিদপুর চর অঞ্চল ও কৃষকদের মাঝে জেলা প্রসাশকের গামবুট বিতরণ

মধ্যরাতে বিধবার ঘরে গ্রাম পুলিশ

প্রকাশিত : ০৪:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

ভোলার দৌলতখান উপজেলায় বিধবা ভাতা দেওয়ার কথা বলে মধ্যরাতে বিধবার ঘরে ঢুকে অনৈতিক কর্মকান্ডের চেষ্টার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৭ ই আগস্ট (সোমবার) রাত ১২ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছোটধলী গ্রামে।

তিন সন্তানের জননী বিধবা নারী জানান, সোমবার রাত আনুমানিক ১২ টায় আবু চৌকিদার আমার বাসার সামনে এসে দরজা ধাক্কাধাক্কি করে । নাম জিজ্ঞেস করলে বলেন আমি চৌকিদার, তোমার বিধবা ভাতার কার্ড এর জন্য ভোটার আইডি কার্ড নিতে এসেছি। এরপর আমি দরজা খুললে তিনি আমার ঘরে ডুকে পড়েন। আমি তাকে আইডি কার্ড দিয়ে বাসা থেকে চলে যেতে বললে তিনি নানা রকম কুপ্রস্তাব দেয়। এমনকি একপর্যায়ে আমার ওড়না ধরে টান দেয়। তার কু-মতলব বুঝতে পেরে আমি ঘর থেকে বের হয়ে এক আত্মীয়কে ফোনে বিষয়টি জানাই। আত্মীয় আসার পর আবু চৌকিদার ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানানো হয়েছে।

আবু চৌকিদারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ওই মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর