বাংলাদেশ ভারত সরকারের গৃহীত ‘আত্মনির্ভর’ কর্মসূচির অংশ হতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ এক কর্মকর্তা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, আমি আজ সকালে লাল দুর্গে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা খুব উত্সাহব্যাঞ্জক ছিল।
মোহাম্মদ ইমরান বলেন, আমরা ভারতের সাথে আরও ভারো সম্পর্ক স্থাপন করতে চাই। ইতোমধ্যে ভারতের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এটাকে আরও উচ্চতর স্তরে নিয়ে যাওয়া যেতে পারে।
তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে বা জাতীয় পর্যায়ে হোক, প্রত্যেকেরই আত্মনির্ভর হওয়া উচিত। ভারত ‘আত্মনির্ভর’ হবে, আমরাও এর অংশ হতে চাই। আমি মনে করি, আমরা যদি একযোগে কাজ করি তবে একে অপরের পরিপূরক হতে পারব।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত























