নওগাঁর শহরের দয়ালের মোড়ে সড়কের পাশে থাকা একটি বেসরকারী এ্যাম্বুলেন্স হঠাৎ অগ্নিকান্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে এ্যাম্বুলেন্স ছিন্নভিন্ন হয়ে খন্ডখন্ড হয়ে ও এ্যাম্বুলেন্সের আগুনে পাশে বৈদ্যুতিক লাইনের তার পুড়ে যায়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। ফলে শহরের ৭টি মহল্লায় বিদ্যুৎ ব্যবস্থা বিছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীদের মেরামতের করতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। এরপর বিদ্যুৎব্যবস্থা সরবরাহ স্বাভাবিক হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার সকালে ৫টার দিকে শহরের দয়ালের মোড়ে সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা সদরের চকমুক্তার মহল্লার রাব্বী হোসেন ভোর ৪টার দিকে এ্যাম্বলেন্সটি (ঢাকা মেট্রো ছ-৭৪-০০৪০) দয়ালের মোড়ে সড়কের পাশে রেখে যান। সকালে ৫টার দিকে হঠাৎ করে এ্যাম্বলেন্সটিতে প্রথমে আগুন ধরে। ফায়ার সার্ভিসের দল আসার আগেই পরপর দুটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণে বিকট শব্দে কেপে উঠে আশ পাশের ভবন। প্রায় আধাঘন্টা জলন্ত আগুনে এ্যাম্বুলেন্সটি পুড়ে ভষ্মিভ‚ত হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় পাশে থাকা বিদ্যুতের পোলে তার পুড়ে যায়। এতে ৭টি মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা এ্যাম্বুলেন্স এ আগুন দেখে নওগাঁ ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়। বিদ্যুৎ বিভাগের কর্মীদের মেরামতের ফলে প্রায় ৫ ঘন্টা পর বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হয়। তবে এ গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণ ও অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সরকারি পরিচালক একেএম মোরশেদ জানান, প্রথমে এ্যাম্বুলেন্সে আগুন ধরে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থালে ফায়ার সার্ভিসের দল যান। ঘটনাস্থালে যাওয়ার আগেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরন হয়ে এ্যাম্বুলেন্স ছিন্নবিছিন্ন হয়। সকালে লোকজন না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে এ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রæটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থাল পরিদর্শণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























