প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদনকালে তিনি ফ্রিল্যান্সারদের কিভাবে স্বীকৃতি দেওয়া যায় তা নিয়ে কথা বলেন।
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অনেক স্মার্ট ছেলে ফ্রিল্যান্সিং করছে, ভালো কাজ করে, ভালো আয় করে, সুন্দর কাপড় পরে। কিন্তু বিয়ে করতে গেলে অসুবিধা হয়।
উত্তরবঙ্গের একজনের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কোটি টাকা আয়ের প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, বিয়ে করতে গেলে শ্বশুরবাড়ির লোকজন জিজ্ঞেস করে কি কাজ কর, ফ্রিল্যান্সার বললে বলে এটা আবার কি? কেরানি না, অফিসার না, ম্যাজিস্ট্রেট না, পুলিশ না। তুমি কী কাজ কর? অথচ ওই ফ্রিল্যান্সার কেরানি বা অফিসারদের কয়েক গুণ বেশি কামাই করে, ইংরেজি ভালো বলে, কাপড় ভালো পরে। কিন্তু বিয়ে পাচ্ছে না।
মান্নান বলেন, উনি (প্রধানমন্ত্রী) এটা বললেন, এটা দূর করার জন্য উনি বুদ্ধি খুঁজলেন। তারা যে কাজ (ফ্রিল্যান্সিং) করছে, এটার সামাজিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কিভাবে দেওয়া যেতে পারে, জানতে চান প্রধানমন্ত্রী।
ফ্রিল্যান্সারদের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট কেউ দিতে পারে কিনা, এ বিষয়ে প্রধানমন্ত্রী আইটি খাতের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
৭৯৮ কোটি টাকা ব্যয়ে দেশের ১১টি উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। দেশে ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আইসিটি বিভাগ জানায়, প্রকল্পটির আওতায় দেশের ১১টি উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন হবে। এর মধ্যে বান্দরবানের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে ন্যূনতম এসএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোক্তা ও স্টার্টআপ তৈরি এবং আইটি খাতে যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে।
ভাষা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের চীন-জাপানি-ফরাসিসহ বিদেশি ভাষা শিখতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তরুণদের বেশি করে বিদেশি ভাষা শেখার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, তরুণদের কেবলমাত্র বাংলা বা ইংরেজি জানলে হবে না। সঙ্গে ফ্রান্স, জার্মানি, স্প্যানিশ এবং চাইনিজ ভাষা শিখতে হবে। তাহলে ফ্রি ল্যান্সিংয়ের কাজ বেশি বেশি পেতে সুবিধা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























